ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ১:২৫ অপরাহ্ন

ডিগ্রি কলেজে প্রাক্তনীদের ঈদ পুনর্মিলনী সোমবার, নিবন্ধন করলেন এমপি বাদশা

  • আপডেট: Tuesday, April 18, 2023 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজের সকল এইচএসসি ব্যাচের প্রাক্তনীদের নিয়ে আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদ পুনর্মিলনী। এ উপলক্ষে ডিগ্রি কলেজের এইচএসসি’র সাবেক ছাত্র-ছাত্রীদের নিয়ে চলছে নিবন্ধন কার্যক্রম।

এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনীর নিবন্ধন করেন ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এসময় তিনি তার নিবন্ধন কার্যক্রম শেষ করে ডিগ্রি কলেজের এইচএসসি’র সাবেক সকল শিক্ষার্থীদের এতে অংশগ্রহণ ও নিবন্ধন করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রায়হান হালিম, সাবেক প্রোভিপি আব্দুল হাকিম, সাবেক ছাত্রনেতা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা ওসমান গনি বিমান, হাজী নয়ন প্রমুখ।

সোনালী/জেআর