এমপি বাদশার সাথে নগর যুব জোটের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় যুব জোটের রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যায় নগরীর হড়গ্রামস্থ এমপি বাদশার ব্যক্তিগত কার্যালয়ে তারা এই সাক্ষাৎ করেন।
এসময় জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগরের সভাপতি শরিফুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা টুটুল, যুবনেতা তাওহীদ, সজীব, হাবিব, রাসেলসহ নগর যুব জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সোনালী/জেআর