ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম

কোর্ট অ্যাকাডেমিতে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট: Monday, April 17, 2023 - 7:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর কোর্ট অ্যাকাডেমির উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্কুলটির হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সভাপতিত্ব করেন কোর্ট অ্যাকাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি রফিকুজ্জামান বেল্টু।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, কোর্ট কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মনোয়ার হোসেন সেলিম, রাজপাড়া থানা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল মতিন, মোকলেছুর রহমান মুকুল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর্ট অ্যাকাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবু।

সোনালী/জেআর