ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১:৫১ অপরাহ্ন

বাংলা নববর্ষ: শুভেচ্ছা জানালেন সাংসদ বাদশা

  • আপডেট: Friday, April 14, 2023 - 12:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীসহ পুরো দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনালী সংবাদকে দেয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ১৪ দলীয় জোটের অন্যতম এই নেতা সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক এবং জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সোনালী/জেআর