ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১১:৫৭ অপরাহ্ন

বর্ষবরণ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মঙ্গল শোভাযাত্রা

  • আপডেট: Friday, April 14, 2023 - 5:15 pm

অনলাইন ডেস্ক: মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলা নববর্ষ বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় চারুকলা অনুষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে বৈশাখ বরণের অনুষ্ঠান শুরু হয়।

পরে সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের হাতে নানা লোকজ সংস্কৃতির নিদর্শন বহন করতে দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। এতে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আলী।

এ সময় উপাচার্য বলেন, বাঙালি সংস্কৃতি অসাম্প্রদায়িক সংস্কৃতি। পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ। বৈশাখ বাঙালির গ্রাম-শহরের জীবনে নিয়ে আসে নতুনের সমারোহ। স্বাভাবিক জীবনযাত্রায়ও থাকে এক নতুনের আগমনী ধ্বনি ও প্রাণচাঞ্চল্য।

উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা নব বৈশাখের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ঘৃণা-বিদ্বেষ, কুসংস্কার ভুলে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হই এবং দেশ গড়ার কাজে ইতিবাচক ভূমিকা পালন করি, এই হোক আমাদের প্রত্যয়।

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশায় সবাইকে নিজ নিজ ক্ষেত্রে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর