ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ১:৫৬ অপরাহ্ন

৯৯৯-এ পুত্রবধূর ফোন, ধষ‌র্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

  • আপডেট: Friday, April 14, 2023 - 12:22 am

অনলাইন ডেস্ক: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন ক‌লে পুত্রবধূ‌কে ধষ‌র্ণের অভিযো‌গে শ্বশুর‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। গ্রেপ্তার অভিযুক্ত হ‌লেন- মো. শহিদুল (৫৫)।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, বুধবার (১২ এপ্রিল) বিকেলে মেহেরপুরের গাংনী থানাধীন হেমায়েতপুর থেকে একজন কলার ফোন করে জানান, সেখানে একজন বয়ষ্ক ব্যক্তিকে কিছু লোক আটকে মারধর করছে। এমন অবস্থায় কলার দ্রুত পুলিশী সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে গাংনী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে গাংনী থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার শহিদুলকে উদ্ধার করে।

প‌রে পুলিশ দল জানতে পারে, উদ্ধারকৃত শহিদুলের স্ত্রী বেশ কিছুদিন আগে অসুস্থতায় ভুগে মারা গেছেন। তিনি তার ছোট পুত্রবধূকে বাড়িতে ছেলের অনুপস্থিতিতে একা পেয়ে ধর্ষণ করেন। সংবাদ পেয়ে ধর্ষিতা পুত্রবধূর ভাইয়েরা এসে শহিদুলকে আটক করে মারধর করতে থাকেন।

এরপর পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শহিদুলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

 

সোনালী/জেআর