ঢাকা | অক্টোবর ৬, ২০২৪ - ৮:০০ অপরাহ্ন

বাসচাপায় পথচারী নিহত, চালক আটক

  • আপডেট: Friday, April 14, 2023 - 7:00 pm

অনলাইন ডেস্ক :বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাসচাপায় সুলতান মিয়া (৫২) নামে এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মোকামতলা বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতান দিনাজপুরের রানীগঞ্জের শ্রী হরি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

এ ঘটনায় বাসের চালক আলমগীর হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। আলমগীর রংপুর জেলার মিঠাপুকুরের প্রয়াত রোস্তম আলীর ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সুলতান তার অটোভ্যানের ব্যাটারি কেনার জন্য মোকামতলা বন্দরে আসেন।

তিনি রংপুর-বগুড়া মহাসড়কে পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা রংপুরগামী রাকিব পরিবহনের বাস সুলতানকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ঘটনার পর চালককে আটক করে বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সোনালী/জেআর