ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:৫০ অপরাহ্ন

ফ্রান্সে বিকট শব্দ হয়ে ধসে পড়ল ভবন, নিখোঁজ ৮

  • আপডেট: Monday, April 10, 2023 - 2:33 am

অনলাইন ডেস্ক: ফ্রান্সের মার্সেই শহরের একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে পাঁচজন আহত ও আটজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে নিখোঁজ আটজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। খবর বিবিসির।

রোববার স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের পর হঠাৎ করে বিকট শব্দ হয়ে ভবনটি ধসে পড়ে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর পাশের একটি ভবন আংশিক ধসে পড়ে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।

ধসে পড়ার পর ভবনটিতে আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। আগুন জ্বলায় ভবনের নিচে আটকে পড়া কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ভবনের আশপাশের ভবনে বসবাসরত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মার্সেইয়ের মেয়র বেনো পায়ান বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আটকাপড়া ব্যক্তিদের জীবিত উদ্ধার করতে চেষ্টা করছেন।

 

 

সোনালী/জেআর