ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৪:০০ পূর্বাহ্ন

বঙ্গবাজারে আগুন ব্যবসায়ীদের দ্বন্দ্বে কিনা খতিয়ে দেখা হচ্ছে

  • আপডেট: Saturday, April 8, 2023 - 9:00 pm

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বঙ্গবাজারে বহুতল ভবন করার কথা ছিল। ব্যবসায়ীদের একাংশ সেখানে বহুতল করার বিপক্ষে। তাদের (ব্যবসায়ীদের) মধ্যে বিরোধ ছিল।

এই দ্বন্দ্বের কারণে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস তদন্ত করছে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে ভাঙচুর করা হয়েছে। এ সময় অফিস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে এই হামলাটি পরিকল্পিত।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হবে। এখানে অন্য কোনো পরিকল্পনা, ভিন্ন কোনো দৃষ্টিকোণ বা ভিন্ন কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে।

সোনালী/জেআর