ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৯:৪৪ অপরাহ্ন

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • আপডেট: Friday, April 7, 2023 - 7:19 pm

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক নারী মারা গেছেন। শুক্রবার (৭ এপ্রিল) ভোরে উপজেলার বিপ্রবেলঘড়িয়া এলাকার বাসুদেবপুর রেলস্টেশনের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়। সান্তাহার জিআরপি থানার সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত চলছে।

সোনালী/জেআর