আজকেও ডাবলুর ইফতার বিতরণ, চলবে শেষ রোজা পর্যন্ত
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিদিনের মতো আজকেও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
প্রথম রোজা থেকে শুরু হওয়া এই কর্মসূচি জনস্বার্থে চলমান রমজান মাসের শেষ দিন পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার রাজশাহী শহরের বন্ধগেট এলাকায় ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রায় ৪০০ পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন ডাবলু সরকার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য ইসমাইল হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহাতাব আলী, সাধারণ সম্পাদক এস এম আরিফ রতন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোখলেসুর রহমান, নগর যুবলীগের সদস্য রিয়াজুল ইসলাম লাবলু, মুরশালিন হক রাবু, ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বপন, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান ফরহাদ, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা সাব্বির হোসেন, জাতীয় শ্রমিক লীগ, রেলওয়ে ওপেন লাইন শাখার দপ্তর সম্পাদক এস এম ওয়াহেদ আলী মুন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক সুলতানুর আরেফিন, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তুষার আহম্মেদ রকি, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য আল মুক্তাদির তরঙ্গ, ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিম ইসলাম, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদী সিফাত, রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিগেন, ফজলে রাব্বি, মেহেদী হাসান ইমন, নয়ন কুমার ধর, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল করিম রোজেন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মায়াদ আহম্মেদ, সহ-সম্পাদক সাঈদ আহম্মেদ, রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আজমুল হাসান ছানা প্রমুখ।
সোনালী/জেআর