রাজশাহীতে নবজাতক চুরির মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড
অনলাইন ডেস্ক: রাজশাহীতে নবজাতক চুরির অপরাধে এক দম্পতিকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দীন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- তালাইমারি এলাকার মৌসুমী বেগম (২৬) ও তার স্বামী সজীব আহমেদ (২৯)। মৌসুমীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও সজীবকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় হয়। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রামেক হাসপাতালে সন্তান প্রসবের জন্য ভর্তি হন মাসুম রবি দাসের স্ত্রী শিল্পী রানী দাস। সিজারের মাধ্যমে ওই রাতেই তিনি একটি মেয়ে জন্ম দেন।
পরদিন ওই নবজাতককে কৌশলে চুরি করেন মৌসুমী বেগম। হাসপাতালের সিসি ক্যামেরায় ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে পুলিশ ওই দম্পতির বাড়ি থেকে নবজাতক উদ্ধার করে ও তাদের গ্রেপ্তার করে।
সোনালী/জেআর