সাংবাদিক রুশোর বাবা আর নেই, সাংসদ বাদশার শোক
স্টাফ রিপোর্টার: একাত্তর টেলিভিশনের রাজশাহীর রিপোর্টার রাশেদুল হক রুশোর বাবা পশ্চিমাঞ্চল রেলওয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র বাজেট কর্মকর্তা মুহম্মদ শহীদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
আজ মঙ্গলবার রাত ৮ টা ৪০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
এদিকে, সাংবাদিক রুশোর বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
মঙ্গলবার রাতে এক শোক বিবৃতিতে সাংসদ ফজলে হোসেন বাদশা মুহম্মদ শহীদুল হকেল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাংবাদিক রাশেদুল হক রুশোর পারিবারিক সূত্রে জানা গেছে, মুহম্মদ শহীদুল হকের জানাযার নামাজ আগামীকাল ৫ এপ্রিল (বুধবার) বাদ যোহর টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
সোনালী/জেআর