ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:২৮ পূর্বাহ্ন

সিকিমে তুষারধস, মারা গেলেন ৬ পর্যটক

  • আপডেট: Tuesday, April 4, 2023 - 4:45 pm

অনলাইন ডেস্ক: ভারতের সিকিমের নাথু লা মাউন্টেন পাস এলাকায় তুষারধসে অন্তত ছয় পর্যটকের মৃত্যু হয়েছে।

দেড়শ পর্যটক সেখানে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটের দিকে নাথু লা’র ছাঙ্গু লেক যাওয়ার পথে এই তুষারধসের ঘটনা ঘটে। খবর- হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির।

গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ির তুষারধসের কবলে পড়ে। এতে গাড়ি থেকে পর্যটকেরা খাদে পড়ে যান বলে জানা গেছে।

ঘটনাস্থলে ইতোমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী, সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন ও পর্যটন দপ্তর যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ইতোমধ্যে ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। আহতদের গ্যাংটকের হাসপাতালে নেওয়া হচ্ছে।

নাথুলা পাস চীনের সীমান্তে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এটি জনপ্রিয়।

এ দুর্ঘটনার পরে এক প্রান্তে ৩৫০ জন্য, অন্য প্রান্তে ৪৫০ জনের মতো পর্যটক আটকে আছেন বলে জানিয়েছে প্রশাসন।

সোনালী/জেআর