ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৬:৫০ অপরাহ্ন

বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, স্বামী গ্রেফতার

  • আপডেট: Friday, March 31, 2023 - 10:49 pm

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আশরাফুলকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে অভিযুক্ত স্বামী আশরাফুলকে গ্রেফতার করে লালমনিরহাট আদালতে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

এর আগে বুধবার দিনগত মধ্যরাতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নেওয়ার কথা বলে বন্ধু জামাল হোসেনকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলেন অভিযুক্ত স্বামী আশরাফুল।

পরে তাকে বাবার বাড়িতে না নিয়ে গিয়ে অন্য এক আত্মীয়ের বাড়িতে উঠান। সেই রাতে স্বামী নিজে প্রথমে তার সঙ্গে দৈহিক মেলামেশা করেন। এরপর বন্ধু জামাল নামে একজনকে ডেকে নেন।

বন্ধু জামালের সাথে স্ত্রীকে দৈহিক মেলামেশার কথা বলেন স্বামী। এতে স্ত্রী রাজি না হলে স্বামীর সহযোগিতায় বন্ধু জামাল তাকে ধর্ষণ করেন।

বৃহস্পতিবার সকালে একটি অটোরিকশাযোগে অসুস্থ গৃহবধূকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন অভিযুক্ত স্বামী। পরে বাবার বাড়ির লোকজন ওই গৃহবধূকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার গৃহবধূ বলেন, বুধবার রাতে আমার স্বামী বলেছে, চল তোর বাবার বাড়িতে তোকে রাখি আসি। এরপর বাড়িতে না নিয়ে গিয়ে জোর করে অন্য এক বাড়িতে ওঠান। পরে আমার সাথে আমার স্বামী মেলামেশা করে।

এরপর জামাল নামে এক ছেলে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর ভাই হাতীবান্ধা থানায় মৌখিকভাবে অভিযোগ করলে হাতীবান্ধা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত স্বামী আশরাফুলকে আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সোনালী/জেআর