ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ২:৩০ পূর্বাহ্ন

তিন শতাধিক অসহায় মানুষ পেলেন খাদ্য সামগ্রী

  • আপডেট: Wednesday, March 22, 2023 - 11:19 pm

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান মাস উপলক্ষে রাজশাহী নগরীর তিন শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের হেতেমখাঁ ছোট মসজিদের সামনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- পোলাও চাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মসুরের ডাল ১ কেজি, ১ কেজি বুট, খেজুর ৫০০ গ্রাম, এবং মুড়ি ৫০০ গ্রাম।

স্থানীয় সমাজসেবক আমিনুল ইসলাম রানা নিজের ব্যক্তি উদ্যোগে গরীব মানুষের মাঝে এসব বিতরণ করেন। জনসমর্থন পেলে আগামী রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ডে তিনি কাউন্সিলর প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, ১০ নং ওয়ার্ড যুবলীগের সদস্য মনিরুল ইসলাম মনা, স্বেচ্ছাসেবক লীগের সদস্য আজিজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন, জসিম, রেজু, রাকিব, লিটন, মামুন প্রমুখ।

সোনালী/জেআর