ঢাকা | এপ্রিল ৩০, ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

শিরোনাম

দিনে দোকানদারি, রাতে ছিনতাই করেন তারা

  • আপডেট: Tuesday, March 21, 2023 - 1:22 pm

ডেস্ক: রাজধানীতে চাকু ও রডসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে মিরপুর-১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দিনে দোকানদারি ও অন্য পেশায় কর্মরত থাকেন। আর রাতে একসঙ্গে ছিনতাই করেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. শাহাদাত আলী স্বপ্ন (২৬), মো. সাকিব (১৮), মো. আল আমিন ওরফে মাহিম ওরফে নিনজা (২০), মো. অন্তু (২৪) এবং মো. স্বাধীন বোকাউল (২২)।

পুলিশ জানায়, শাহাদত আলী স্বপ্ন দিনে জুতার দোকানদারি করেন, আল-আমিন নিনজা নান্নু মার্কেটে প্যান্ট-শার্টের দোকানদার, সাকিব ওয়ার্কশপ শ্রমিক, অন্তু ডেকোরেটর দোকানদার এবং স্বাধীন বোকাউল অটোরিকশাচালক।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর-১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪টি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

গ্রেপ্তার স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি, সাকিবের বিরুদ্ধে ৩টি, নিনজার বিরুদ্ধে ২টি, অন্তুর বিরুদ্ধে ২টি এবং স্বাধীনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

 

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS