ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:৪৫ পূর্বাহ্ন

বান্দরবানে দুই ট্রাক খাদে, পাঁচ নারীসহ নিহত ৬

  • আপডেট: Monday, March 20, 2023 - 6:00 pm

অনলাইন ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলায় দুটি মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষের পর পাহাড়ের খাদে পড়ে পাঁচ নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।

সোমবার উপজেলার বগালেক এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রুমা থানার এসআই মোরশেদ আহম্মেদ।

এসআই মোরশেদ আহম্মেদ বলেন, বগালেক থেকে নামার সময় দুটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চার নারী নিহত হন। পরে হাসপাতালে আরো এক নারী ও একজন মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিরা বম জানান, নিহতরা সবাই রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

সোনালী/জেআর