ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:২৩ পূর্বাহ্ন

শিরোনাম

সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ভাঙচুর শিক্ষার্থীদের

  • আপডেট: Sunday, March 12, 2023 - 2:21 pm

অনলাইন ডেস্ক: বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীদের মারধরের শিকার হয়েছেন দুই গণমাধ্যমকর্মী। এ সময় দুটি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। আজ বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন উপাচার্য বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের বাসভবনের সামনে সংবাদ সংগ্রহের সময় চ্যানেল২৪ এর ক্যামেরাপারসন জুয়েলকে ধাওয়া দেয় বিক্ষোভরত শিক্ষার্থীরা। পরে তাকে ও চ্যানেল২৪ এর সাংবাদিক আবরার শাঈরকে মারধর করা হয়। ভাঙচুর করা হয় ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম। কালের কণ্ঠের ফটো সাংবাদিক সালাহউদ্দিনের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনার ছবি তুলতে গেলে আজকের পত্রিকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রিপন চন্দ্র রায়ের ওপর চড়াও হন শিক্ষার্থীরা। এ সময় এগিয়ে আসলে আরও কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, আজ সকালের দিকে চ্যানেল২৪ এর একটি লাইভে স্থানীয় লোকজনের পক্ষে সংবাদ প্রকাশ করা হয়।

সোনালী/জেআর