ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১০:২৪ পূর্বাহ্ন

আমের জন্য আশীর্বাদের বৃষ্টি রাজশাহীতে

  • আপডেট: Sunday, March 12, 2023 - 3:42 am

স্টাফ রিপোর্টার: মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে রাজশাহীতে। শনিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী ও এর আশপাশের অঞ্চলে খুব অল্প পরিমাণ বৃষ্টি হয়।

তবে সামান্য হলেও বৃষ্টিতে আমের জন্য উপকার হয়েছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছে, যতটুকু বৃষ্টি হয়েছে তা আমের জন্য দরকার ছিল। এখন গুটি ধরেছে। বৃষ্টির পানিতে আম দ্রুত বেড়ে উঠবে।

এদিকে, চলতি মাসের ১৫ তারিখের পর ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

তাদের তথ্যমতে, শুক্রবার রাত থেকেই রাজশাহীর আকাশে মেঘ ছিল। শনিবার দুপুর ১২টার দিকে আবার আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর দুপুর দেড়টার দিকে বৃষ্টি শুরু হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র বলেন, রাজশাহীতে শনিবার এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশের মেঘও কেটে গেছে। আগামী দু-একদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে চলতি মাসের মধ্যভাগ থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।

তিনি বলেন, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রাও কিছুটা কমেছে। শনিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে শুক্রবার ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

সোনালী/জেআর