ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ৮:৪৮ অপরাহ্ন

নারীর অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা: পুরস্কার পেলেন পাঁচ জন

  • আপডেট: Wednesday, March 8, 2023 - 3:15 am

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের কর্মক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও তাদের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখায় রাজশাহীর পাঁচ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ‘অগ্রণী’ পুরস্কার দিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান আবুল হোসেন লিমিটেড।

বুধবার বিকালে নগরীর তালাইমারি এলাকায় প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে এই পুরস্কার দেওয়া হয়।

‘নারী উদ্যোক্তা’ শ্রেণীতে পুরস্কার পেয়েছেন তানিয়া আক্তার, ‘নারী শিক্ষায় অবদান’ শ্রেণীতে পেয়েছেন ববি সাহা ও মোঃ বিশু। ‘নারীর ক্ষমতায়নে অবদান’ শ্রেণীতে পুরস্কার পেয়েছেন রবি ঘোষ ও বিপুল কুমার। তারা সকলেই রাজশাহী নগরীর বিভিন্ন এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা।

এর আগে সেখানে পেশাগত ক্ষেত্রে ‘জেন্ডার বৈষম্য নিরসন’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে আবুল হোসেন লিমিটেড। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানটির কর্ণধার তামিম হোসেন।

আলোচনায় নারীর উপযুক্ত অধিকার, ব্যবসা ক্ষেত্রে নারীর জন্য কার্যকরী পরিবেশ নিশ্চিতকরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ভূমিকার প্রয়োজনীয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়।

পরে পেশাগত ক্ষেত্রে নারী কর্মীদের অধিকার ও তাদের আরো দক্ষ করে তুলতে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচি। স্থানীয় নারী ক্ষুদ্র উদ্যোক্তারা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরিশেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড ও সনদপত্র তুলে দেন আবুল হোসেন লিমিটেডের কর্ণধার তামিম হোসেন।

সোনালী/জেআর