ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১১:০৬ পূর্বাহ্ন

পাকিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, ৯ পুলিশ সদস্য নিহত

  • আপডেট: Monday, March 6, 2023 - 2:06 pm

অনলাইন ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের বোলান এলাকার কামব্রি বিজের নিকটে বোমা হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবারের এ বোমা বিস্ফোরণে আরও ১১ জন আহত হয়েছেন। খবর: ডন অনলাইন’র।

বেলুচিস্তানের সিবি ও কাচি অঞ্চলের সীমান্ত এলাকা কামব্রি ব্রিজে বোমা হামলা হয়।

কাচি পুলিশের কর্মকর্তা মাহমুদ নোতেজাই ডন অনলাইনকে বলেন, ‘প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা ছিল। তবে তদন্ত শুরু হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।’

পুলিশ কর্মকর্তা জানান, আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর লোকজন ও বোমা নিস্ক্রিয়করণ ইউনিট পৌঁছেছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

সোনালী/জেআর