ঢাকা | মে ১১, ২০২৫ - ৩:১৩ পূর্বাহ্ন

সান্ত্বনার জয় খুঁজতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপডেট: Monday, March 6, 2023 - 12:32 pm

অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে নিয়ম রক্ষার শেষ ম্যাচে চট্টগ্রামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ হারা বাংলাদেশ হোয়াইওয়াশের ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা ১২টায়।

বাংলাদেশ দলে থাকছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন এবাদত হোসেন। ইংলিশরা এনেছেন তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন ক্রিস ওকস ও জফরা আর্চারকে।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS