াকা | এপ্রিল ২৫, ২০২৫ - ৫:০৫ পূর্বাহ্ন

সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

  • আপডেট: Saturday, March 4, 2023 - 4:15 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আব্দুল মমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় উপজেলার বড়হর ইউনিয়নের দূর্গাপুর তেতুলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বড়হর ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আব্দুল মমিন তাদের জমিতে পানি দিতে গিয়ে সেচ পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা মাটিতে পড়ে থাকা অবস্থায় মমিনকে উদ্ধার করে। এরপর তাকে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার মো.মোতাহার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মমিনের মরদেহ উদ্ধারের পর পরিবারের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS