ঢাকা | জানুয়ারী ২৪, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেলো বাবা-ছেলের

  • আপডেট: Thursday, March 2, 2023 - 4:59 pm

অনলাইন ডেস্ক: সিলেটের সিলেট-জকিগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ের শেরপুর গ্রামের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ শিশুপুত্র শাহিনকে নিয়ে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছানোর পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশাযাত্রী শিশু শাহিন। গুরুতর আহত অবস্থায় ফলিক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মাইক্রোবাস চালক পালিয়েছেন। তাকে শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে।

সোনালী/জেআর