ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ছিনতাইকারির কবলে পড়ে সাংবাদিকের স্ত্রী-কন্যা আহত

  • আপডেট: Thursday, March 2, 2023 - 2:24 am

স্টাফ রিপোর্টার: দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামের স্ত্রী ও কন্যাশিশু ছিনতাইয়ের কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, তার স্ত্রী নতুন বিলশিমলা বাজার থেকে রিক্সাযোগে বাসায় ফেরার পথে চারজন ছিনতাইকারী দুইটি মোটর সাইকেলযোগে এসে ছিনতাই চেষ্টা চালায়। এতে তারা রিক্সা থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (লায়েক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সিদ্দিকুর রহমান বলেন, ঘটনা জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ পেয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছি। অতি দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS