ঢাকা | মে ১৩, ২০২৫ - ৪:০২ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির সমাবেশ সফল করতে যুবমৈত্রীর মোটরসাইকেল শোভাযাত্রা

  • আপডেট: Saturday, February 18, 2023 - 7:22 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেছে মহানগর যুবমৈত্রী।

শনিবার বিকালে শহরের কাশিয়াডাঙ্গা মোড় থেকে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে এই শোভাযাত্রাটি বের করা হয়।

কোর্ট স্টেশন, সিঅ্যান্ডবি, ফায়ার সার্ভিস মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, তালাইমারি, কাজলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার, ভদ্রা, কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর হয়ে শোভাযাত্রাটি কোর্ট অঞ্চলের শহীদ জামিল স্মৃতি সংসদে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয় হয়।

মহানগর যুবমৈত্রীর সভাপতি ও রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি এই কর্মসূচিতে নেতৃত্ব দেন।

পথসভায় মতিউর রহমান মতি বলেন, রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমাবেশকে সফল করতে বন্ধু সংগঠন হিসেবে মহানগর যুবমৈত্রীর সকল নেতাকর্মীরা একাট্টা হয়ে কাজ শুরু করেছে। আশা করি, ২৫ তারিখের সমাবেশ একটি ঐতিহাসিক সমাবেশে পরিনত হবে।

পথসভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবমেত্রীর সহ-সভাপতি কামরুল হাসান সুমন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানা প্রমুখ। এসময় যুবমৈত্রীর মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জগদীশ রবিদাস 

Hi-performance fast WordPress hosting by FireVPS