ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:৩১ অপরাহ্ন

সমাবেশ সফল করতে নগর ওয়ার্কার্স পার্টির প্রচার পত্র বিলি

  • আপডেট: Saturday, February 18, 2023 - 8:45 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে প্রচার পত্র বিলি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শহরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায় মহানগর ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই প্রচার পত্র বিলি করা হয়।

এতে নেতৃত্ব দিয়েছেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু। এসময় মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মহানগর সদস্য সাঈদ চৌধুরীসহ বন্ধু সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শনিবার বিকালে ওয়ার্কার্স পার্টির ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগেও প্রচার মিছিল বের করা হয়। কড়াইতলা মোড় থেকে শুরু করে মিছিলটি শহিদ জামিল স্মৃতি সংসদে গিয়ে শেষ হয়। পরে জন সাধারণের মধ্যে প্রচার পত্র বিলি করা হয়।

সেখানে মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, মহানগর সদস্য আব্দুল খালেক বকুল, মোশাররফ হোসেন, মাসুম আক্তার অনিক, ২ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আকবর আলি লালুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর