ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১২:২৭ অপরাহ্ন

অসুস্থ আ.লীগ নেতার পাশে ডাবলু সরকার

  • আপডেট: Saturday, February 18, 2023 - 10:55 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ২৮ (পশ্চিম) নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

খবর পেয়ে শনিবার রাত ৯টায় তাকে দেখতে হাসপাতালে যান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় তিনি অসুস্থ আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

ডাবলু সরকারের সঙ্গে এসময় মহানগর আওয়ামী লীগের সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, ২৮ নম্বর (পূর্ব) ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন আবদুল্লাহ, রাজপাড়া থানার সাংগঠনিক সম্পাদক আরেফিন পারভেজ বন্ধন প্রমুখ উপস্থিত ছিলেন‌।

সোনালী/জেআর