ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৩:৪০ অপরাহ্ন

শিরোনাম

ওয়ার্কার্স পার্টির সমাবেশ সফল করতে মাঠে যুবমৈত্রী

  • আপডেট: Wednesday, February 15, 2023 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: আগামী ২৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে মাঠে নেমেছে মহানগর যুবমৈত্রী। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কাজ শুরু করেছে ওয়ার্কার্স পার্টির অন্যতম এ বন্ধু সংগঠনটি।

বুধবার সন্ধ্যায় শহরের কোর্ট অঞ্চলের শহীদ জামিল স্মৃতি সংসদে মহানগর কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে পার্টির সমাবেশ সফল করতে বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন করেছে যুবমৈত্রী। মহানগরের সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে সাংবাদিকদের মতি বলেন, জননেতা ফজলে হোসেন বাদশার নির্দেশনা অনুযায়ী সমাবেশ সফল করতে ইতিমধ্যেই সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয়েছে। ওয়ার্ডে-ওয়ার্ডে সমাবেশের প্রচারাভিযান চালাতে নেতাকর্মীদের সাংগঠনিক বার্তাও দেওয়া হয়েছে। সমাবেশকে একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত করতে যা যা করণীয় সেসব করতে মহানগর যুবমৈত্রী সবসময় প্রস্তুত।

মহানগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজের পরিচালনায় সভায় সাংগঠনিক সম্পাদক মোহাইমিনুল হক রানাসহ মহানগর কমিটির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

সোনালী/জেআর