ঢাকা | মে ১২, ২০২৫ - ২:২৯ পূর্বাহ্ন

জেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রীতি ক্রিকেট ম্যাচ

  • আপডেট: Sunday, February 12, 2023 - 12:57 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের ক্রীড়া সংগঠন রাজশাহী গ্লাডিয়েটরের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় জেলা প্রশাসনের কাছে শোচনীয় পরাজয় বরণ করে রাজশাহী গ্লাডিয়েটর।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গ্লাডিয়েটরের অনারারি অধিনায়ক কবীর তুহিন। নির্ধারিত ২০ ওভারে জেলা প্রশাসনের দল ১২৬ রান সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে। জবাবে ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করে রাজশাহী গ্লাডিয়েটর। ফলে জেলা প্রশাসন দল ৯১ রানে রাজশাহী গ্লাডিয়েটরকে পরাজিত করে।

খেলা শেষে দুই দলের হাতে ক্রেস্ট ও ট্রফি তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সমাজসেবী শাহীন আকতার রেণী, আরডিএ চেয়ারম্যান জিয়াউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রাজু।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS