ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১:১৭ অপরাহ্ন

মা-বোন-ভাই নিহত, ধ্বংসস্তূপ ফেরত শিশু রাগাদ চাচার বাসায়

  • আপডেট: Tuesday, February 7, 2023 - 6:00 pm

অনলাইন ডেস্ক: সিরিয়ার উত্তরপশ্চিমের আজাজ শহরে ধসে পড়া ভবনের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় ১৮ মাসের শিশু রাগাদ ইসমাইলকে। এ ঘটনার ভিডিও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ছড়ায়। জানা গেছে, শিশুটির মা, বোন ও ভাই মারা গেছে। পিঠের হাড় ভেঙে বাবা হাসপাতালে চিকিৎসাধীন। খবর রয়টার্সের

রাগাদ ইসমাইল এখন তার চাচা আবু হুসসামের বাসায় রয়েছে। এই চাচাই রাগাদের নাম রেখেছিলেন। তিনি রয়টার্সকে জানান, রাগাদ ইসমাইল তার কাছে আছে, সে সুস্থ ও নিরাপদেই রয়েছে।

শিশু রাগাদ ইসমাইল ধ্বংসস্তূপ থেকে সুস্থভাবে বেঁচে ফিরলেও পরিবারের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে। রাগাদের অন্তসত্ত্বা মা, পাঁচ বছর বয়সি বোন ও চার বছরের ভাই মারা গেছে। তার বাবার পেছনের হাড় ভেঙে গেছে।

সোমবার ভোরের ভূমিকম্পে দিনগত রাত পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় তিন হাজার ৭০০ জনের বেশি নিহতের কথা জানা গেছে।

সোনালী/জেআর