ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৪ - ৮:০৩ অপরাহ্ন

রেলস্টেশনে নিখোঁজ শিশু: খোঁজ পেলে যোগাযোগ করুন

  • আপডেট: Friday, February 3, 2023 - 9:20 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলস্টেশন থেকে ৫ বছরের একটি শিশু হারিয়ে গিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় শিশুটি হারিয়ে যায়।

হারিয়ে যাওয়ার শিশুর নাম ইশা খাতুন (৫)। সে রাজশাহীর বাঘা উপজেলার নূর নগর গ্রামের মো: ইউসুফ আলীর মেয়ে।

জানা গেছে, আড়ানি স্টেশন থেকে মহানন্দা ট্রেনে করে রাজশাহী স্টেশনে এসে হারিয়ে যাই বৃহস্পতিবার রাতে। রাত আটটার সময় আড়ানী স্টেশন থেকে রাজশাহীতে রাত সাড়ে ৯ টায় এসে পৌঁছানোর পরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরনে ছিল জিন্স কালারের জ্যাকেট, আর জিন্স ফুল প্যান্ট, কপালের বাম পাশে রয়েছে দাগ।

শিশুটির সন্ধান পেলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো-

01795174105
01921474742

মোছা: ইশা খাতুন (৫)
পিতা: মো: ইউসুফ আলী
মাতা: মোছা: চাম্পা বেগম
গ্রাম: নুর নগর
পোস্ট: আড়ানী
থানা: বাঘা
জেলা: রাজশাহী
গায়ের রং: উজ্জ্বল শ্যামলা

সোনালী/জেআর