ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিভাগীয় সমাবেশ নিয়ে এবার মাঠে নামছে ওয়ার্কার্স পার্টি

  • আপডেট: Tuesday, January 31, 2023 - 9:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে সদ্য অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার পরে এবার বিভাগীয় সমাবেশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি দুপুর দুইটায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে রাজশাহী বিভাগীয় সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম এই শরিক দলটি।

মঙ্গলবার দুপুরে সমাবেশের প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়। জিরোপয়েন্টস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

সভায় ২৫ তারিখের সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন এমপি বাদশা। সমাবেশে রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিতসহ প্রচারাভিযান জোরালোভাবে উপস্থাপনের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এসময় ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা সমাবেশকে “ঐতিহাসিক” সমাবেশে পরিনত করার জন্য আগামীকাল থেকেই মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রায় তিন বছর পর আবারও রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে দেশের অন্যতম বামপন্থী দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির উদ্যোগে সবশেষ ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি শহরের ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সমাবেশ করা হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজারো কৃষক, শ্রমিক-জনতার উপস্থিতি ঘটে। দলের নেতারা দাবি করেছেন, এবারো তাদের সমাবেশে সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ঘটবে এবং রাজশাহীবাসীর স্বার্থ আদায়ে সমাবেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ব্যাপারে জানতে চাইলে মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু বলেন, দীর্ঘ সময় পরে রাজশাহীতে ফের দলের সমাবেশ হতে যাওয়ায় আমরা উজ্জীবিত। সমাবেশ সফল করতে এখন থেকেই বিভিন্ন ধরনের পরিকল্পনা ও সাংগঠনিক প্রক্রিয়া জোরালো করা হচ্ছে।

দেবু বলেন, ২৫ তারিখের সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক জননেতা ফজলে হোসেন বাদশা এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য দেওয়ার কথা আছে। তারা তাঁদের বক্তব্যের মধ্যে দিয়ে আগামী নির্বাচন ও জনগণের স্বার্থ আদায়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন।

রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগরের সম্পাদকমন্ডলীর সদস্য সাদরুল ইসলাম, আইনজীবী আবু সাঈদ, সিরাজুর রহমান খান, জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মতিউর রহমান তপন, ফরজ আলী, মহানগরের সম্পাদকমন্ডলীর সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু।

সোনালী/জগদীশ রবিদাস