ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১০:০৯ অপরাহ্ন

ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সমাবেশ ২৮ জানুয়ারি

  • আপডেট: Wednesday, January 25, 2023 - 6:00 pm

ডেস্ক রিপোর্ট: আগামী ২৮ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ঢাকা বিভাগীয় সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বুধবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতি সূত্রে জানা গেছে, সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলে হোসেন বাদশা।

দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাসসহ সকল প্রকার জ্বালানি তেলের দাম কমানো ও জনজীবনের সংকট মোচনের দাবি নিয়ে ঢাকায় বিভাগীয় এ সমাবেশ করতে যাচ্ছে ওয়ার্কার্স পার্টি। সেখানে দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বসহ ঢাকা বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি আগামী ২৮ তারিখের সমাবেশ সর্বাত্মক সফল করতে দলের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

সোনালী/জগদীশ রবিদাস