ঢাকা | জুলাই ২৭, ২০২৪ - ৫:২৮ পূর্বাহ্ন

বাসচাপায় নাদিয়ার মৃত্যু, সড়ক অবরোধ

  • আপডেট: Monday, January 23, 2023 - 1:32 pm

অনলাইন ডেস্ক: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা কাওলা মোড় অবরোধ করে কর্মসূচি পালন করছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে রাজধানীর কাওলা এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করছেন।

এর আগে নাদিয়া সুলতানার সহপাঠীরা নর্দান বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ পালন করে কাওলা মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

রাজধানীর দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার রাকিবা সুলতানা জানান, শিক্ষার্থীরা অল্প সময়ের মধ্যে সড়ক ছেড়ে দেবেন।

এর আগে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানাকে চাপা দেওয়া বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে ভাটারা থানার পুলিশ।

গতকাল বই কিনতে উত্তরার বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন নাদিয়া (১৯)। কুড়িল বিশ্বরোড এলাকায় তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস।

এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন। বাসটি নাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন নাদিয়ার বন্ধু মোটরসাইকেলচালক মেহেদি। তবে তাঁর আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

সোনালী/জেআর