ঢাকা | জানুয়ারী ২৩, ২০২৫ - ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম

ওয়ার্কার্স পার্টির প্রচার মিছিল সফল করতে ছাত্রমৈত্রীর কর্মিসভা

  • আপডেট: Sunday, January 22, 2023 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির প্রচার মিছিল সফল করার লক্ষ্যে কর্মিসভা করেছে মহানগর ছাত্রমৈত্রী।

রোববার সন্ধ্যায় শহরের সাহেব বাজার জিরো পয়েন্টস্থ দলীয় কার্যালয়ে এই কর্মিসভা অনুষ্ঠিত হয়। মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কর্মিসভায় আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষে ওয়ার্কার্স পার্টির প্রচার মিছিল কর্মসূচিকে সফল করতে সাংগঠনিক প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নিয়েছেন মহানগর ছাত্রমৈত্রীর নেতারা।

নগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন, মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য সিরাজুর রহমান খান, নাজমুল করিম অপু, সদস্য সীতানাথ বণিক, মহানগর ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাকিব আল হাসান, সাধারণ সম্পাদক বিজয় সরকার, প্রচার সম্পাদক ইফতিক হাসান, তথ্য প্রযুক্তি সম্পাদক দুর্জয়, বোয়ালিয়া থানার সভাপতি অমিত সরকার, নিউ গভঃ ডিগ্রি কলেজের সভাপতি জানে আলম, সাবেক ছাত্রনেতা রুবেল প্রমুখ।

সোনালী/জেআর