ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:৫৭ পূর্বাহ্ন

নেপালে বিমান দুর্ঘটনা: যে অভিযোগ জানালেন স্বজনরা

  • আপডেট: Thursday, January 19, 2023 - 2:52 pm

অনলাইন ডেস্ক: দুর্ঘটনার চার দিন পেরিয়ে গেছে, তবুও ফুরাচ্ছে না অপেক্ষা। প্রিয়জনের মরদেহ পাওয়ার অপেক্ষায় দুর্ঘটনার শিকার মানুষদের পরিবার। তারা বলছে, মরদেহ সনাক্ত ও ময়নাতদন্তের কাজ ধীরগতিতে এগোনোয় ভোগান্তির শিকার হচ্ছেন।

মরদেহ সৎকারের অপেক্ষায় থাকা পরিবারগুলোর একজন মদন কুমার। তিনি বলেছেন, ‘চার দিন পেরিয়ে গেছে কিন্তু কেউ আমাদের কথা শুনছে না।’ তিনি ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্সটিটিউট অব মেডিসিনের বাইরে অপেক্ষা করছেন।

মদন কুমার দ্রুত ময়না তদন্ত শেষ করার দাবি জানিয়েছেন।

আরেক ভিক্টিমের বাবা অশোক রেয়ামগাই বলেছেন, ‘তারা বলেছে তারা ডিএনএ টেস্ট করবে। আমার মেয়ে মারা গেছে।’

তবে ময়নাতদন্তের ধীরগতি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি নেপাল কর্তৃপক্ষ। তবে বেশকিছু মরদেহ ভয়ংকরভাবে পুড়ে যাওয়ায় সনাক্ত করাটা কঠিন হয়ে পড়েছে।

তবে উদ্ধারকারী দলে থাকা পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত ৭২ জনের সবার মরদেহ সনাক্ত করা কঠিন হবে। কারণ মরদেহের যে অবশিষ্ট অংশ পাওয়া গেছে তার অবস্থাও ভালো না।

সূত্র: আল জাজিরা

সোনালী/জেআর