ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ৯:০৫ অপরাহ্ন

শিবগঞ্জে সাব-রেজিস্ট্রারের ওপর হামলা, কার্যালয়ে ঝুলছে তালা

  • আপডেট: Tuesday, January 17, 2023 - 2:15 pm

অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর (৪০) ওপর হামলার ঘটনায় এখনো তার কার্যালয়ে তালা ঝুলছে। সেখানে কর্মরত সব নকল নবিশরা কার্যালয়ের বাইরে অবস্থান করছেন।

এতে উপজেলার সাব-রেজিস্ট্রারের সব ধরনের দলিল নিবন্ধন ও লেখার কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল হক সিলু কোনো মন্তব্য করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা রেজিস্ট্রার আফছানা বেগম বলেন, শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এজন্য ভোলাহাট সাব-রেজিস্ট্রার বিদুৎ কুমার মণ্ডল বুধবার ও বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দায়িত্ব পালন করবেন। আর অন্য কর্মচারীরা কার্যালয়েই অবস্থান করছেন।

এর আগে অসদাচরণ ও সেবা না পাওয়ার অভিযোগে শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে পিটিয়ে জখম করেন স্থানীয়রা। গত ১০ জানুয়ারি বিকেলে শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গত ১২ জানুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সোনালী/জেআর