ঢাকা | জানুয়ারী ২৫, ২০২৫ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

ওয়ার্কার্স পার্টি নেতা লাবুর স্ত্রীর মৃত্যুতে এমপি বাদশার শোক

  • আপডেট: Saturday, January 14, 2023 - 4:42 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজপাড়া থানা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুলতানুল ইসলাম লাবুর স্ত্রী নাভানা আফরোজ মুক্তি (৫২) আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। শুক্রবার রাতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার সকালে এক শোকবার্তায় তিনি লাবুর স্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এদিকে, আরেক যৌথ শোক বার্তায় মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু মহানগর কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করেন। তাঁরাও নাভানা আফরোজ মুক্তির আত্মার মাগফিরাত কামনা করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোনালী/জেআর