ঢাকা | অক্টোবর ১, ২০২৪ - ২:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে খাজা মঈনুদ্দিন ও হযরত শাহমখদুমের স্মরণে ওরশ

  • আপডেট: Friday, December 23, 2022 - 12:06 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে খাজা মঈনুদ্দিন চিশতী আজমীরি (রঃ) ও হযরত শাহমখদুম (রঃ) এর স্মরণে বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওরশ শুরু হয়ে চলে রাতব্যাপী। লক্ষ্মীপুর ভাটাপাড়ার আশেকান ও জাকেরানাবৃন্দের উদ্যোগে স্থানীয় একটি স্কুলের সামনে এই ওরশ মোবারকের আয়োজন করা হয়।

রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরশ মোবারকের উদ্বোধন করেন। এসময় বাউল গায়ক মোঃ বকুল, সানু, একরাম, বাবলীমসহ স্থানীয় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ওরশ মোবারকে বক্তারা খাজা মঈনুদ্দিন চিশতী আজমীরি (রঃ) ও হযরত শাহমখদুম (রঃ) এর জীবন, দর্শন, আধ্যাত্মিক সাধনাসহ পবিত্র ধর্ম ইসলাম প্রচারে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সবশেষে মানব জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

সোনালী/জেআর