ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:৩৩ অপরাহ্ন

পাচারকালে ৩৭৫ বস্তা সার জব্দ

  • আপডেট: Friday, December 23, 2022 - 3:59 pm

অনলাইন ডেস্ক: আদমদীঘি থেকে ট্রাকে পাচারকালে ৩৭৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। এ সময় খুচরা সার ব্যবসায়ী রওশন আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে সারগুলো নিলামে বিক্রি করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট টুকটুক তালুকদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, কৃষি কর্মকর্তা মিটু চন্দ্র অধিকারি, সদর ইউপি চেয়ারম্যান জিলল্গুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারি জানান, মেসার্স খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী রওশন আলীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকে ৩৭৫ বস্তা ডিএপি সার তোলার সময় জব্দ করা হয়।

সোনালী/জেআর