ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:০৭ অপরাহ্ন

ট্যাংকলরির ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত

  • আপডেট: Friday, December 23, 2022 - 11:00 am

অনলাইন ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ট্যাংকলরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী বাসুদেব দাস (৩৮) পেশায় একজন মাছ ব্যবসায়ী। তিনি শাজাহানপুরের ডেমাজানি পালপাড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, রাসেল ও কালাম। এদের মধ্যে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বাসুদেবসহ তিনজন মোটরসাইকেলে ক‌রে বগুড়া শহর থেকে শাজাহানপুর উপজেলার মাঝিড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় একই দিক থেকে আসা একটি ট্যাংকলরি তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের তিন আরোহী মহাসড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই বাসুদেবের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, ট্যাংকলরিসহ চালকের সহকারী‌কে আটক করা হ‌য়ে‌ছে। তবে চালক পলাতক র‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সোনালী/জেআর