ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:৫৫ অপরাহ্ন

নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: Wednesday, December 21, 2022 - 3:35 pm

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শুধু জামায়াত শিবির নয়, সকল রাজনৈতিক দলকে নিয়ম মেনে চলতে হবে। যারাই নাশকতা সৃষ্টির চেষ্টা করবে তাদেরই কঠোর জবাবদিহি করতে হবে। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার বেলা ১১টায় রাজশাহীর বাঘায় আনসার-ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি সীমান্তে যেন মারণাস্ত্র ব্যবহার না করা হয়। এখন অনেক স্থানে আর মারণাস্ত্র ব্যবহার হচ্ছে না। যে সব স্থানে ব্যবহার হচ্ছে সেখানে বিজিবি-বিএসএফ বৈঠক করে তা বন্ধ করার ব্যাপারে আলোচনা করছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাঘা ও দুর্গাপুর উপজেলার আনসার ও ভিডিপির মডেল কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ আনসার ভিডিপির পরিচালক মেজর জেনারেল নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর