ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ৪:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে বিজয় দিবস উপলক্ষে পিঠামেলা

  • আপডেট: Friday, December 16, 2022 - 9:52 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী শহরের থিম ওমর প্লাজার সপ্তম তলায় বসেছে পক্ষকালব্যাপী পিঠামেলা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে এই মেলার উদ্বোধন করা হয়। রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা মেলাটির উদ্বোধন করেন।

এরপর তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিজয় দিবসে এমন আয়োজন সাড়া ফেলেছে অবসরে ঘুরতে আসা সাধারণ মানুষের মধ্যে।

আয়োজকদের পক্ষে নাহিদুজ্জামান পাপ্পু বলেন, গ্রামবাংলার ঘরে ঘরে এখন চলছে পিঠাপুলির উৎসব। আমাদের দেশে নবান্ন উৎসবে কত রকমের পিঠা হয়, এটা হয়তো অনেকেরই জানা নেই। পিঠার সঙ্গে সবাইকে পরিচিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে। আর এই মেলার মাধ্যমে নারীরা তাদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, এবারের পিঠা মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। এগুলোতে প্রায় ১৫০ রকমের পিঠা পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে নকশি, কামরাঙা, ফুলঝুড়ি, পটল, বকুল, রস চিতই, লাভ, গোলাপ, তিলা, ঝাল পাকোড়া, পাকোয়ান, পাটিসাপটা, রস পাকোয়ান, আখিয়া, গোলাপসহ নানা রকমের পিঠা।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক কাজী শাহেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য শরীফ সুমন, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, আবু সালেহ ফাত্তাহ, সরকার দুলাল মাহবুব প্রমুখ।

সোনালী/জেআর