ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:১১ অপরাহ্ন

ফ্রান্সের ক্যাম্পে অজানা ভাইরাস, দুশ্চিন্তায় কোচ দেশম

  • আপডেট: Thursday, December 15, 2022 - 3:00 pm

অনলাইন ডেস্ক: মরক্কোর ‌’মরণ কামড়’ সামলে টানা দ্বিতীয়বারের মতো বিশকাপ জেতার সুযোগ ফরাসীদের। মহারণের এই ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ মেসির আর্জেন্টিনা। তবে এর এমবাপ্পে-জিরুদদের ভাবাচ্ছে, ভাইরাস সংক্রমণের ভয়। ইতোমধ্যেই দলটির কোচ দিদিয়ের দেশম জানান, ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে ডায়োট উপামেকানো ও আদ্রিয়েন র‍্যাবিওটকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়। অসুস্থতার কারণে তারা মরক্কোর বিপক্ষে সেমিফাইনালেও খেলতে পারেননি। এছাড়া গুঞ্জন রয়েছে, দলটির আরেক গুরুত্বপূর্ণ ফুটবলার কিংসলে কোম্যানও ভুগছেন জ্বরে।

দেশম বলেছেন, ‘দোহায় তাপমাত্রা কিছুটা কমে গেছে, সবসময় এয়ার কন্ডিশন চলছে। ফ্লুর মতো কিছু উপসর্গ আমাদের দলে দেখা গেছে। আমরা সতর্ক থাকতে চেষ্টা করছি যেন এটা ছড়িয়ে না পড়ে এবং খেলোয়াড়রা মাঠে তাদের সেরাটা দিতে পারে। এতে তাদের ইমিউনি সিস্টেমে প্রভাব ফেলছে।’

আর যেন কেউ ভাইরাসে আক্রান্ত না হন, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন ফ্রান্সের কোচ, ‘আমরা সব ধরনের প্রয়োজনীয় পূর্বসতর্কতা অবলম্বন করছি। আমরা এটা ছড়িয়ে না পড়া নিশ্চিতে চেষ্টা করছি। কিন্তু ভাইরাস তো সংক্রামক এবং আমাদের এটার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমরা উপামেকানো ও আদ্রিয়েনকে অন্যদের কাছ থেকে আলাদা করে রেখেছি।’

সোনালী/জেআর