ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ২:০৬ অপরাহ্ন

বগুড়ায় পুকুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট: Tuesday, December 13, 2022 - 4:19 pm

অনলাইন ডেস্ক: বগুড়ার আদমদিঘী উপজেলায় পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুতায়িত হয়ে ইলিয়াছ উদ্দীন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কদমা গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের জাহের আলীর ছেলে।

জানা যায়, কদমা গ্রামের ইলিয়াছ উদ্দীন তার বাড়ির পাশে পুকুরে মাছ চাষ করেন। মঙ্গলবার সকালে ওই পুকুরে বৈদ্যুতিক সংযোগে সাবমারসিবল পাম্প বসিয়ে পুকুর থেকে পানি সেচ দেন। পানি সেচ শেষে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন না করেই পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সোনালী/জেআর