ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১১:৫৯ পূর্বাহ্ন

ছিনিয়ে নেয়া আসামিরা নজরদারিতে, যেকোনো মুহূর্তে গ্রেপ্তার

  • আপডেট: Monday, November 21, 2022 - 2:14 pm

অনলাইন ডেস্ক: ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের মূল ফটকের সামনে থেকে আনসার আল ইসলামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় যুক্ত আসা‌মিরা নজরদা‌রি‌তে র‌য়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (‌ডিএম‌পি) অতিরিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবা‌দিক‌দের তি‌নি এ কথা বলেন।

মোহাম্মদ হারুন ব‌লেন, জ‌ঙ্গি‌দের ছিনিয়ে নেয়ার ঘটনায় দা‌য়ি‌ত্বে অব‌হেলা করায় ইতিমধ্যে ৫ পুলিশ সদস‌্যকে সাম‌য়িক বরখাস্ত করা হ‌য়ে‌ছে। এ বিষয় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- সিএসএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ পুলিশের এসআই নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেয়ার দায়িত্বে থাকা পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনেস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।

সোনালী/জেআর