ঢাকা | মে ১৮, ২০২৪ - ৬:৪৬ অপরাহ্ন

মধ্যবর্তী নির্বাচন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইডেন ও ট্রাম্পের দল

  • আপডেট: Wednesday, November 9, 2022 - 1:55 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (৮ নভেম্বর)। এখন চলছে ভোট গণনা। বেসরকারি ভাবে কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি এগিয়ে আছে। পিছিয়ে আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ৩৭১টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটসরা পেয়েছে ১৭৩টি আসন, আর রিপাবলিকানরা পেয়েছে ১৯৮টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেতে হবে।

অন্যদিকে, উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১০০টি আসনের মধ্যে ৯৫টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ডেমোক্র্যাটসরা পেয়েছে ৪৮টি আসন, আর রিপাবলিকানরা পেয়েছে ৪৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১০০টি আসনের মধ্যে কমপক্ষে ৫১টি আসনে জয় পেতে হবে।

এদিকে, পার্লামেন্টের প্রতিনিধি ছাড়াও এদিন বেশ কয়েকটি রাজ্যে গভর্নরেরও নির্বাচন হয়েছে। ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া, অ্যারিজোনার মতো রাজ্যগুলিতে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। বুথ ফেরত সমীক্ষার হিসেব, এবারের ভোটে মূলত দুইটি বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এক, মুদ্রাস্ফীতি এবং দুই, গর্ভপাত। ভোটের সমীক্ষা বলছে, রিপাবলিকানদের দিকে মানুষ ঝুঁকছে মানুষ। ফলে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের একাধিপত্য এবার কমতে পারে।

সোনালী/জেআর