ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৩০ অপরাহ্ন

রাজশাহীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট: Saturday, October 22, 2022 - 11:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ঝুলন্ত অবস্থায় নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফায়ার বিগ্রেডের সদস্যরা। শনিবার বিকেলে নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকার একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ওই শিক্ষার্থীর নাম মেরিন আক্তার সিমু ওরফে জান্নাত (২০)। তিনি ডিগ্রি কলেজের অনার্স প্রথমবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী। নিহত মেরিনা আক্তার সিমু দুর্গাপুর উপজেলার চককৃষপুর পানানগর এলাকার মৃত মোজ্জামেল হকের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি বলেন, শনিবার বিকেলে ফায়ার বিগ্রেডের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রামেকে পাঠানো হয়েছে।

তিনি বলেন, জান্নাতের এটা দ্বিতীয় বিয়ে। এর আগে চন্দ্রিমা থানা এলাকায় বিয়ে করেছিলেন তিনি। সেখানে ছাড়াছাড়ি হয়ে গেলে তুহিন নামের এক ছেলের সাথে বিয়ে হয়। দ্বিতীয় স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে তার আসল মৃত্যুর কারণ। তবে আমরা এই বিষয়ে তদন্ত করবো। পরিবারের সদস্যরা চাইলে মামলা করতে পারবেন। তাদের মামলা গ্রহণ করা হবে।